বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

টাইমস রিপোর্ট
1 Min Read
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। উইকি

সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকী ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর ছোট ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ যাত্রা থেকে আটকে দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে স্ত্রীসহ থাইল্যান্ডে যাওয়ার সময় ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদের পর তাকে আটকে দেওয়া হয়।

বিমানবন্দর সূত্র জানা গেছে, আজাদ সিদ্দিকী ইউএস বাংলা এয়ারলাইন্সের সকাল ১০টার ফ্লাইটে ব্যাংকক যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

এর আগে, গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ও ২৮ আগস্ট ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত গোলটেবিল বৈঠক ঘিরে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কারাগারে আছেন।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ওই মামলায় লতিফ সিদ্দিকীর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমানসহ ১৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *