বাংলাদেশকে চোখ রাঙাচ্ছে ইনিংস পরাজয়

টাইমস স্পোর্টস
3 Min Read
আউট হয়ে মাঠ ছাড়ছেন মুমিনুল হক। ছবি: শ্রীলংকা ক্রিকেট

সেশনের শেষে বা শুরুতে উইকেট হারানো যেন বাংলাদেশের চিরাচরিত নিয়ম, যেন প্রকৃতির অমোঘ এক খেয়াল। কলম্বো টেস্টের তৃতীয় দিন ২১১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ প্রথম উইকেট হারায় চা-বিরতির এক বল আগে। শেষ সেশনের তৃতীয় বলেই ফেরেন সাদমান ইসলাম। আর দিনের শেষ ব্যাটার হিসেবে উইকেট দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তৃতীয় দিন শেষে শ্রীলংকার স্পিনারদের দাপটে ইনিংস পরাজয়ের শংকায় বাংলাদেশ। ১১৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট, ইনিংস পরাজয় ঠেকাতে এখনো প্রয়োজন ৯৬ রান।

অথচ সাদমান ইসলাম আর এনামুল হক বিজয়ের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। চলতি টেস্ট সিরিজে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের জুটিও গড়েন এই দুজন। কিন্তু সেই জুটি আর বড় করতে পারেননি তারা, আসিথা ফার্নান্দোর বাউন্সারে পুল করতে গিয়ে শর্ট লেগে বিজয় ক্যাচ দিয়ে ফেরায়। তিন ইনিংস পর দুই অংকের রানে পৌঁছেছেন এই ওপেনার। ৩১ রানে প্রথম উইকেট হারানোর পর চা বিরতি থেকে ফিরেই সাদমান ক্যাচ দেন বদলি উইকেট কিপার লাহিরু উদারার হাতে।

পরের দুই উইকেট পড়ে মাত্র ৩৯ রানের ব্যবধানে। টার্নিং উইকেটের সুবিধা আর বাঁহাতির বিপক্ষে অফস্পিনারদের চিরাচরিত সুবিধা কাজে লাগাতে বোলিংয়ে আসেন ধনঞ্জয়া ডি সিলভা। লংকান অধিনায়কের ফ্লাইটেড ডেলিভারি ফ্রন্টফুটে খেলতে আসেন মুমিনুল হক। ব্যাটের কানা ছুঁয়ে স্লিপে ক্যাচ যায় কামিন্দু মেন্ডিসের হাতে। ১৫ রান করেন এই বাঁহাতি ব্যাটার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গল টেস্টের মতো সুইপ-রিভার্স সুইপে লংকান স্পিনারদের সামলাচ্ছিলেন ভালোই। তবে খুব বেশি প্রতিরোধ ধরে রাখতে পারেননি। অফস্টাম্পের বাইরের লেংথ বল ব্যাকফুটে খেলতে গিয়ে লাইন মিস করে বসেন এই বাঁহাতি ব্যাটার। বল সোজা লাগে প্যাডে, জোরালো আবেদনে আম্পায়ারও আঙুল তুলে দেন। রিভিউ নেন শান্ত, তবে শেষ রক্ষা হয়নি। ধনঞ্জয়ার দ্বিতীয় শিকার হওয়ার আগে ৪৮ বলে ১৯ রান করেন বাংলাদেশি অধিনায়ক।

৫৩ বল খেলা মুশফিকুর রহিমও ভুগেছেন স্পিনারদের বিপক্ষে। ফুটওয়ার্ক আর ডিফেন্সিভ ব্যাটিংয়ে দলকে কিছুক্ষণ টেনে নিলেও টার্নিং উইকেটে শেষ পর্যন্ত থামতে হয়ে প্রবাথ জয়সূরিয়ার বলে এলবিডব্লিউ হয়ে। ১০০ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। দিনের শেষ ব্যাটার হিসেবে মিরাজকে ফিরিয়েছেন থারিন্দু রথনায়েকে।

আগামীকাল নাঈম হাসান ও তাইজুল ইসলামকে নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন লিটন দাস। এই ডানহাতি মাঠ ছেড়েছেন ৩৯ বলে ১৩ রানে অপরাজিত থেকে। কাজেই টেলএন্ডারদের দিয়ে বাকি লড়াইটা করতে হবে তাকে। অবশ্য কলম্বোর টার্নিং উইকেটে শ্রীলংকার বিপক্ষে লিড নেয়াটা আপাতত কঠিন বলেই ধরে নেয়া যায়।

এর আগে টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৪৭ রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে পাথুম নিসাঙ্কার সেঞ্চুরি, দীনেশ চান্দিমাল ও কামিন্দু মেন্ডিসের নব্বুই পেরোনো দুটো ইনিংসে ৪৫৮ রান করে শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন তাইজুল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *