প্রবাসীদের মিছিলে পুলিশের বাধা

টাইমস রিপোর্ট
1 Min Read
বিদেশফেরত প্রবাসীরা মিছিল ও মানববন্ধন করেন। ছবি: টাইমস

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিদেশফেরত প্রবাসীরা। পরে তারা মিছিল ও মানববন্ধন করেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পরীবাগ মোড় দিয়ে যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চান প্রবাসীরা। এ সময় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ বেরিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়।

বিদেশফেরত প্রবাসীরা মিছিল ও মানববন্ধন করেন। ছবি: টাইমস

পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন তারা।

বিক্ষুদ্ধ প্রবাসীরা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের কারাগারে ২৫ জনসহ সৌদি আরব ও অন্য দেশগুলোতে আন্দোলনে অংশ নেওয়া প্রবাসীরা এখনও কারাগারে আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার দাবিতে এই কর্মসূচি। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে ফের রাজপথে নামতে হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *