ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বেশিরভাগ ছাত্র সংগঠন হলভিত্তিক রাজনীতি অব্যাহত রাখার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠকে তারা নিজেদের এই অবস্থান তুলে ধরেন। শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এই বৈঠকের আয়োজন করা হয়।
যেখানে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ২৩টি সংগঠনের মধ্যে ১৬টি। বৈঠকে ছাত্র শিবিরের উপস্থিতির কারণে তা বয়কট করে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ছাত্র লীগ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্র ফ্রন্ট।
বাকি ১৩টি সংগঠনের মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাড়া সবগুলোই হলভিত্তিক ছাত্র রাজনীতি বহালের পক্ষে মত দিয়েছে।
এসময় ছাত্র শিবিরের নেতারা বলেন, শিক্ষার্থীরা যদি হলভিত্তিক রাজনীতি চায় তাহলে তা চলতে পারে। আর যদি শিক্ষার্থীরা না চায়, তাহলেও তাদের দাবির পক্ষে ইসলামী ছাত্র শিবির থাকবে বলে জানিয়েছেন সংহঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এসএম ফরহাদ।
বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘পুরোনো দিনের অভিজ্ঞতার কারণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভয় ও আতঙ্ক আছে। আমরা বারবারই বলেছি যে, কোনওি পরিস্থিতিতেই যেন ক্যাম্পাসে আর সংঘাতময় পরিবেশ সৃষ্টি না হয়।’
এর আগে শুক্রবার গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয়।
এ বিষয়ে করণীয় ও রূপরেখা ঠিক করতে শনিবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত দফায় তফায় চলে বৈঠক। হল প্রভোস্টসহ বিভিন্ন অংশীজনদের মতামত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিকালে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে প্রশাসন।