মোবাইল অ্যাপের মাধ্যমে এখন থেকে ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন অঞ্চলের বাসিন্দারা। ওই অ্যাপের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার সঙ্গেও সেবাগ্রহীতা যোগাযোগ করতে পারবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ফেসবুকে ভিডিও পোস্টে এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, ‘অনলাইন জিডি’ নামের অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোর থেকে ডাউনলোড করে পুলিশের সরকারি ওয়েবসাইটে গিয়ে সেবাগ্রহীতা সহজেই হারানো বা প্রাপ্তি বিষয়ে জিডি করতে পারবেন। একই সঙ্গে জিডির ডিজিটাল কপি ডাউনলোড করে ঘরে বসেই তদন্তের সবশেষ পরিস্থিতি জানা যাবে।

অ্যাপটিতে রেজিস্ট্রেশনের জন্য জাতীয় পরিচয়পত্রের নম্বর, বর্তমান ঠিকানা, সদ্য তোলা ছবি, মোবাইল নাম্বার, ইমেইল (যদি থাকে) ও পাসওয়ার্ড দিতে হবে।
ডিএমপি জানিয়েছে, অনলাইনে জিডি করতে সেবাগ্রহীতা তার অভিযোগের ধরন, কি হারিয়েছে অথবা কি খুঁজে পেয়েছেন, তা নির্বাচন করবেন। একই সঙ্গে কোন থানায় জিডি করতে চান, তা নির্বাচন করে ঘটনার সময় ও স্থান জানাবেন। এছাড়া কোনো বিস্তারিত তথ্য থাকলে তা-ও যুক্ত করবেন।
আবেদন করা শেষ হলে আবারও অ্যাপে ঢুকে আবেদনকারী জিডির সবশেষ অবস্থা জানতে পারবেন।