ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আচরণবিধি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য টাস্কফোর্স গঠন করেছে নির্বাচন কমিশন।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক গোলাম রব্বানীকে আহ্বায়ক করে টাস্কফোর্স গঠন করা হয়েছে। মঙ্গলবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শহীদুল ইসলাম (শহীদুল জাহীদ), শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর, মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রক্টর জাহাঙ্গীর আলম, সহকারী প্রক্টর রেজাউল করিম সোহাগ।
ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর।