ঠাকুরগাঁওয়ে অস্ত্র ও মাদকসহ দুই যুবক গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় পৌর শহরের বথপালিগাঁও এলাকার এডভান্স এলপিজি স্টেশনের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন আশিকুর রহমান আশিক (২২) ও আরিফ হোসেন বাঁধন (২৩)।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মাদক কারবারের অভিযোগে আরমান নামে একজনকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে এলাকায় অভিযান চালাচ্ছে। এমনই অভিযানে তার দুই সহযোগী আশিক ও বাঁধন পুলিশের হাতে ধরা পড়ে। পরে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, একটি রামদা, একটি চাপাতি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।’

‘আটককৃত আশিক ও বাঁধনকে মূল আসামির সহযোগী হিসেবে চিহ্নিত করা হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

আশিক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনূর্ধ্ব–১৫ এর সাবেক খেলোয়াড়। ২০১৯ সালে নেপালে মালদ্বীপের বিপক্ষে খেলায় মাঠে নেমে দুটি গোল করে আলোচনায় আসেন তিনি। সেই ম্যাচে বাংলাদেশ ৯–০ গোলে জয় পায়। তবে, এক সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। সেই অভিযোগেই গ্রেপ্তার হলেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *