টেস্ট ছাড়ছেন কোহলি? ক্রিকেটপাড়ায় কানাঘুষো

টাইমস স্পোর্টস
1 Min Read
টেস্টকে টাটা বলতে চাচ্ছেন কোহলি, বিসিসিআই অনুরধ করছে থাকতে। ছবিঃ কোহলি

টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বিরাট কোহলি — আর এতেই ঝড় উঠেছে ভারতীয় ক্রিকেটে। ‘বিরাট’ এই সিদ্ধান্তে বিসিসিআই এখনও ভীষণ অস্বস্তিতে। বলছে, “ভেবে দেখো, ইংল্যান্ড সফরটা অন্তত খেলে যাও!”

৩৬ বছর বয়সী কোহলি নাকি নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বোর্ডকে—আর এ খবর ফাঁস হতেই শুরু হয়েছে ক্রিকেটবিশ্বে গুঞ্জন। রোহিত শর্মার টেস্ট থেকে অবসরের খবর এখনও গরম, তার ওপর যদি কোহলিও বিদায় নেন — তাহলে ভারতীয় টেস্ট দল এক ধাক্কায় হারাবে দুই ‘পিলার’।

শুধু বয়স বা ক্লান্তি নয়, পারফরম্যান্সেও কোহলি সাম্প্রতিক বছরগুলোতে তেমন ধারাবাহিক নন। ২০১৯-এর পর থেকে মাত্র তিনটি সেঞ্চুরি, গড় ৩২-এর আশপাশে। অস্ট্রেলিয়া সফরে তো রানই পাননি, গড় ছিল ২৩!

তবুও, কেউ কি কোহলিকে স্রেফ পরিসংখ্যানে মাপতে পারে? মাঠে তার উপস্থিতিই তো আলাদা এক আবেগের নাম। তাই বিসিসিআই-এর শেষ চেষ্টা: “অন্তত আরও একবার ভেবে দেখো, বিরাট!”

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *