দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত শনিবার শ্রীলংকার গলে পৌঁছেছে বাংলাদেশ দল। আগামী ১৭ জুন গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর আগে আজ (রবিবার) প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ দল।
যেখানে দলের বাকি সবাই এলেও উপস্থিত ছিলেন না মেহেদী হাসান মিরাজ। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার।
গল টেস্টে জাতীয় দলের এই সহ-অধিনায়কের থাকা, না থাকা নিয়ে আছে শঙ্কা। কবে নাগাদ সেরে উঠতে পারেন, সেই ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি টিম ম্যানেজমেন্ট। তবে আপাতত মিরাজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গলের স্পিন বান্ধব উইকেটে মিরাজের অফস্পিন দারুণ কার্যকরী হতে পারে। সেই হিসেবে মিরাজকে একাদশে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ দল।