জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা

টাইমস রিপোর্ট
1 Min Read
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার লোগো। ছবি: সংস্থার ওয়েবসাইট থেকে নেওয়া

ইরানের পারমানবিক স্থাপনায় ইসরাইলের হামলার জেরে দু’দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।

সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

সংস্থাটির পরিচালনা পর্ষদের এই বৈঠক রাশিয়ার অনুরোধে ডাকা হয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, ইসরায়েল ইরানের ইসফাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা এবং নাতাঞ্জের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এই হামলায় দুইজন পারমাণবিক বিজ্ঞানীসহ ছয়জন বিজ্ঞানী নিহত হয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *