চলচ্চিত্র পরিচালক সমিতিতে নতুন সভাপতি ও মহাসচিব

টাইমস রিপোর্ট
2 Min Read
নির্বাচনে জয়ের পর শাহীন সুমন ও শাহীন কবির টুটুল । ছবি: ফেসবুক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নতুন সভাপতি নির্বাচিত হলেন শাহীন সুমন। নতুন মহাসচিব হয়েছেন শাহীন কবির টুটুল। ঢাকার তেজগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে (বিএফডিসি) সংগঠনের কার্যালয়ে ২০২৫-২৬ মেয়াদে দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন কমিটি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৯১ জন পরিচালক। তাদের মধ্যে ভোট দিয়েছেন ২৫৯ জন। শুক্রবার সন্ধ্যায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এ জে রানা ও বি এইচ নিশান।

এবারের চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ছিল দুটি প্যানেল। ‘পাশে ছিলাম, পাশে আছি, পাশে থাকব’ প্রতিপাদ্য নিয়ে একটি প্যানেলের সভাপতি পদে শাহীন-সুমন ও মহাসচিব প্রার্থী হন শাহীন কবির টুটুল। শাহীন-সুমন আগের কমিটিতে মহাসচিব ও শাহীন কবির টুটুল সাংগঠনিক সচিব ছিলেন।

সভাপতি পদে শাহীন সুমন পেয়েছেন ১৬৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুশফিকুর রহমান গুলজার। মহাসচিব পদে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শাহীন কবির টুটুল। তার কাছে হেরেছেন সাফিউদ্দিন সাফি।

শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের হয়ে নির্বাচনে জিতেছেন কবিরুল ইসলাম (উপমহাসচিব), ওয়াজেদ আলী (প্রচার, প্রকাশনা ও দফতর সচিব), বন্ধন বিশ্বাস (আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব)। কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন সাঈদুর রহমান সাঈদ, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, শাহাদাৎ হোসেন লিটন, পল্লী মালেক, হাবিবুল ইসলাম হাবিব ও বুলবুল বিশ্বাস।

‘যদি আপনাদের রায় পাই, চলচ্চিত্রকে জাগাতে চাই’ প্রতিপাদ্য নিয়ে সমমনা ঐক্য পরিষদের হয়ে সভাপতি পদে মুশফিকুর রহমান গুলজার ও মহাসচিব প্রার্থী ছিলেন সাফি উদ্দিন সাফি। তারা উভয়ে হারলেও এই পরিষদ থেকে আবুল খায়ের বুলবুল সহ-সভাপতি, সায়মন তারিক কোষাধ্যক্ষ ও মোস্তাফিজুর রহমান মানিক সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে জিতেছেন বজলুর রাশেদ চৌধুরী, জয় সরকার ও গাজী মাহবুব।

সমমনা ঐক্য পরিষদের আব্দুর রহিম বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সচিব নির্বাচিত হয়েছেন। কারণ শাহীন সুমন-শাহীন কবির টুটুল পরিষদের সাংগঠনিক সচিব পদে প্রার্থী হওয়া মারিয়া আফরিন তুষারের মনোনয়নপত্র বাতিল হয়।

২০২৪ সালের ২৮ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় পিছিয়ে যায়। এরপর আরেক দফা পেছায় নির্বাচন। অবশেষে ভোটগ্রহণের মাধ্যমে সংগঠনটি নতুন কমিটি পেলো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *