বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার সময়সূচিতে বদল এসেছে, পরিবর্তন হয়েছে বাহন। মঙ্গলবার তিনি ঢাকায় পৌঁছাবেন কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে।
নতুন এ সময়সূচি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে শনিবার মধ্যরাতে বলেন, ‘কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে তিনি সোমবার লন্ডন থেকে রওনা করবেন, পরদিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন।’
এর আগে, শনিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে ঢাকায় ফিরবেন খালেদা জিয়া। তবে যাত্রার সময় পরে জানা যাবে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত সংবাদ ছিল, খালেদা জিয়া বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা ফিরবেন। দলের নেতাকর্মীরা সে জন্য প্রস্তুতি নিতে থাকেন। ঢাকার পাশাপাশি সিলেটে তাকে স্বাগত জানাতে বিশেষ কর্মসূচি নিয়েছিলেন নেতারা।

শনিবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাংলাদেশ বিমানে নয় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরতে পারেন।
তিনি বলেন, ‘আমরা আশা করছি, ৫ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে, সম্ভবত আমরা যেটা আশা করছিলাম, যে বিমানে তিনি গেছেন, কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সেই তিনি আবার দেশে ফিরে আসবেন। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কারণ, এই সময়টা বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করবে। যদি আজকে রাতের মধ্যে আমরা নিশ্চিত হই, সেটা তখন আমরা জানাতে পারব।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নেত্রী ফিরে আসবেন। আগের চাইতে তিনি এখন অনেক সুস্থতা বোধ করছেন। সে কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফিরে আসবেন। স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে এ নিয়ে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন। তাকে যথাযথ অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। এ নিয়ে আমরা যৌথ সভা করেছি। জনগণ যাতে তাদের নেত্রীকে শৃঙ্খলার মধ্য দিয়ে অভ্যর্থনা জানাতে পারেন, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।’
গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।