খালাস পেলেন তারেক রহমান

admin
By admin
2 Min Read
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৮জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহের এ রায় দেন।

মামলা থেকে খালাস পাওয়া অন্য সাতজন হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর দুই ছেলে সাফিয়াত সোবহান ও সাদাত সোবহান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান, তারেক রহমানের সাবেক একান্ত সহকারী সচিব (এপিএস) মিয়া নুরুদ্দিন অপু, বসুন্ধরার সাবেক কর্মকর্তা আবু সুফিয়ান ও বিএনপি নেতা কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল।

বিচারিক আদালতে তারেক রহমানে বিরুদ্ধে আর কোনো মামলা নেই। এর ফলে দেশে ফিরে রাজনীতি করতে তার আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন।
তিনি সাংবাদিকদের জানান, রাষ্ট্রপক্ষ থেকে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তারেক রহমানসহ অন্য আসামিদের বেকসুর খালাস দিয়েছেন আদালত। দুদক আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি। এখন তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সাব্বির হত্যার শিকার হন ২০০৬ সালে। এ বিষয়ে ৪ জুলাই হত্যা মামলা হয়। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ৮ আসামির বিরুদ্ধে ২০০৮ সালের ২৩ এপ্রিল অভিযোগপত্র দেয়া হলে একই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *