কিলার নিয়ে আসছে ‘হাউসফুল ফাইভ’

টাইমস রিপোর্ট
2 Min Read
‘হাউসফুল ফাইভ’ ছবির পোস্টার । ছবি: নাদিয়াড়ওয়ালা গ্র্যান্ডসান এন্টারটেইনমেন্ট

দর্শকদের হাসাতে ও আনন্দ দিতে ফিরছে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজ ‘হাউসফুল’। এবার আসছে এর পঞ্চম কিস্তি। বুধবার (৩০ এপ্রিল) নতুন ছবিটির টিজার উন্মোচন করা হয়েছে। ২০১০ সালের এই দিনে মুক্তি পায় প্রথম ‘হাউসফুল’। এর ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রযোজক সাজিদ নাদিয়াড়ওয়ালা ‘হাউসফুল ফাইভ’ ছবির বহুল প্রতীক্ষিত টিজার প্রকাশ করেছেন।

নতুন পর্বে যথারীতি কমেডি, কোলাহল, বিশৃঙ্খলা, নাচ ও গানের সম্মিলন থাকছে। নতুন যুক্ত হয়েছে একজন খুনি! তাই এবারের কিস্তিকে বলা হচ্ছে ‘কিলার কমেডি’। এসবের একঝলক দেখা গেছে টিজারে।

পুরো গল্প সাজানো হয়েছে বিলাসবহুল ক্রুজে। এবারের ছবিতে থাকছে বলিউডের একঝাঁক তারকার সমারোহ। তাদের মধ্যে আছেন ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজের নিয়মিত অভিনেতা অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ ও চাঙ্কি পান্ডে। ‘হাউসফুল থ্রি’র (২০১৬) পর ফিরছেন অভিষেক বচ্চন, নার্গিস ফাখরি, জ্যাকি শ্রফ ও নিকিতিন ধীর। ‘হাউসফুল’, ‘হাউসফুল টু’ (২০১২) ও ‘হাউসফুল থ্রি’র পর ফিরছেন জ্যাকলিন ফার্নান্দেজ।

‘হাউসফুল টু’র পর ফিরছেন শ্রেয়াস তালপাড়ে। ‘হাউসফুল টু’ ও ‘হাউসফুল ফোর’ (২০১৯) ছবির পর ফিরছেন জনি লিভার ও রঞ্জিত। নতুন যুক্ত হয়েছেন চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, ফারদিন খান, দিনো মোরেয়া, সৌন্দর্য শর্মা, আকাশদীপ সাবির।

আগামী ৬ জুন ভারতসহ বিভিন্ন দেশের বড় পর্দায় মুক্তি পাবে ‘হাউসফুল ফাইভ’। এটি পরিচালনা করেছেন ‘দোস্তানা’ খ্যাত তরুণ মানসুখানি।

‘হাউসফুল’ ইতোমধ্যে বিরল কীর্তি গড়েছে। এটাই বলিউডের একমাত্র কমেডি ফ্র্যাঞ্চাইজ, যা পঞ্চম কিস্তি পর্যন্ত তৈরি হয়েছে। এটি প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াড়ওয়ালা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *