কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন

টাইমস রিপোর্ট
2 Min Read
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। ছবি: ভিডিও থেকে নেওয়া
Highlights
  • রোববার রাত পর্যন্ত এই কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় কেন্দ্রের ৫টি ইউনিট থেকে এ বছরের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে।  সেখানের দায়িত্বরত প্রকৌশলীরা বলছেন, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা বাসস-এর খবরে বলা হয়,  রোববার রাত পর্যন্ত এই কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

মাহমুদ হাসান বলেন, ‘কেন্দ্রের ১ ও ২ নাম্বার ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নাম্বার ইউনিট থেকে ৪৮ মেগাওয়াট  এবং ৪ ও ৫ নাম্বার ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।’

এর আগেও ১৪ জুলাই ৫ টি ইউনিট থেকে সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল বলেও জানান তিনি।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, রোববার রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মীনস সি লেভেল। রুল কার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে পানি সংকটের কারণে একসাথে ৫ টি ইউনিট সবসময় চালু করা সম্ভব হয় না।

কেন্দ্র সূত্রে জানা যায়, এ বছরের মে মাসের শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই লেকে পানি বাড়ার পর, ২ জুন থেকে কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হয়। এরপর ৯ জুলাই রাতে ৫টি ইউনিট চালু হওয়ার পর ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *