কক্সবাজারে অপহরণের পর যুবক খুন

টাইমস রিপোর্ট
1 Min Read
খুন হওয়া যুবক তোফাইল আহমদ। ছবি: টাইমস

কক্সবাজারের মহেশখালী কালারমারছড়ায় এক যুবককে অপহরণের পর খুন করা হয়েছে। সন্ত্রাসীরা শনিবার রাতে তোফাইল আহমদ (৩৫) নামের ওই যুবককে অপহরণ করে নিয়ে যায়।

পরদিন রোববার ভোরে কালারমারছড়া বাজারের দক্ষিণে কাউল্যার ব্রিজ সংলগ্ন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ এখনো অভিযান চালাচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় সূত্র জানায়, কালারমারছড়া বাজারের পশ্চিমে আটদোনা ঘোনায় এই মৌসুমে চিংড়ি চাষ করছিলেন মরহুম ছিদ্দিক মাতাব্বরের ছেলে তোফাইল ও তার সহযোগীরা। শনিবার ভোররাতে একদল সশস্ত্র ডাকাত ওই চিংড়ি ঘেরে হামলা চালিয়ে তোফাইলকে জিম্মি করে নিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে কাউল্যার ব্রিজের পাশে বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের পারিবারিক সূত্রের দাবি, কালারমারছড়ার তারেক ওসমান শরীফের লোকজন এদিন তোফাইলকে তুলে নিয়ে যায়। সকালে দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *