সারাদেশের কাউন্সিলরদের সরাসরি ভোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। তবে দুইবারের বেশি তারা এক পদে থাকতে পারবেন না।
শুক্রবার সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব আখতার হোসেন এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘জাতীয় কাউন্সিলের মাধ্যমে ভোটে সরাসরি নির্বাচিত হবেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। একজন সদস্য সবচেয়ে বেশি দুইবার সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন। আমরা দলের মধ্যে ক্ষমতা কুক্ষিগত করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে চাই।’
এনসিপির একটি রাজনৈতিক পরিষদ থাকবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘ন্যাশনাল কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হবে। এতে সর্বনিম্ন ১১ জন ও সর্বোচ্চ ১৫ জন সদস্য থাকবেন। এতে ন্যূনতম ৩ জন নারী সদস্য থাকবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক দায়বদ্ধ থাকবেন এই পরিষদের কাছে।’
এনসিপির খসড়া গঠনতন্ত্র দলের ৬ষ্ঠ সভায় ঠিক হয়েছে বলে জানান সদস্য সচিব। জরুরি প্রয়োজনে আহবায়ক কমিটি আগামী কাউন্সিলের আগে এতে পরিবর্তন আনতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
এনসিপির নারী সদস্যদের ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচার চলছে বলে অভিযোগ করেন নেতৃবৃন্দ।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বাংলাদেশকে নিরাপদ করতে নারীদের নিরাপত্তা প্রয়োজন। চরিত্রহনন ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে শক্ত অবস্থান নিতে হবে।’