বাংলাদেশ সরকার উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার মরক্কোর রাবাতে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো)’র সদরদপ্তরে সংস্থাটির মহাপরিচালক ড. সালিম এম. আল মালিকের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের যুব উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধিমূলক কার্যক্রম তুলে ধরেন এবং এসব উদ্যোগে আইসেসকোর সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশে ‘ইসলামিক কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার’ প্রতিষ্ঠা এবং স্মার্ট ক্লাসরুম সম্প্রসারণে সহায়তার আহ্বান জানান।
ড. সালিম বাংলাদেশের তরুণ সমাজের কর্মক্ষমতা ও সম্ভাবনার প্রশংসা করেন এবং আইসেসকোর উচ্চপর্যায়ে একজন বাংলাদেশি বিশেষজ্ঞ অন্তর্ভুক্তির আগ্রহ প্রকাশ করেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অগ্রগতিকে তিনি মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় বলে উল্লেখ করেন।
এছাড়া, আইসেসকো সদস্য আফ্রিকান দেশগুলোতে গ্রামীণ ব্যাংকের মডেলে ক্ষুদ্রঋণ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সহায়তা প্রত্যাশা করেন তিনি।
বৈঠক শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ মহানবী (সা.) ও ইসলামি সভ্যতা বিষয়ক আন্তর্জাতিক জাদুঘর পরিদর্শন করেন এবং ভবিষ্যতে বাংলাদেশের ঐতিহ্য এতে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন।