ইরানের হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাস ক্ষতিগ্রস্ত

2 Min Read
তেল আবিবে রাতভর ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। ছবি: সিনহুয়া
Highlights
  • ইসরায়েলের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয় চালানো হামলার প্রতিশোধ হিসেবে আরও আক্রমণের হুমকি দিয়েছে তেহরান। 

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছেন, ইরানের রাতভর হামলায় তেল আবিবের মার্কিন দূতাবাস ‘সামান্য ক্ষতিগ্রস্ত’ হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, মাইক হাকাবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে বলেছেন যে, তেল আবিবে দূতাবাস ভবনটির আশেপাশে ‘ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানায়’ ভীষণ কম্পনে কনস্যুলেট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে কোনো মার্কিন কর্মী হতাহত হননি বলে তিনি জানান। এ কারণে জেরুজালেমে অবস্থিত প্রধান মার্কিন দূতাবাসও বন্ধ থাকবে এবং এখনও সেখানে কর্মকর্তাদের নিরাপদে অবস্থান করার নির্দেশনা বহাল আছে।

ইসরায়েলে নতুন করে হামলা, বহু হতাহত

ইসরায়েলের ওপর ইরান সোমবার ভোরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার কারণে পুরো দেশে বিমান হামলা সতর্কতা সাইরেন বাজানো হয়। চার দিন ধরে চলা এই সংঘাতে এখনো কোনো শান্তির ইঙ্গিত নেই। জরুরি পরিষেবা সূত্রে জানা গেছে, অন্তত পাঁচজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

বার্তা সংস্থা এপি জানায়, একটি ক্ষেপণাস্ত্র আমেরিকার তেলআবিব কনস্যুলেটের কাছে আঘাত হানে, তবে এতে কেবল সামান্য ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি। কোনো মার্কিন নাগরিক হতাহত হয়নি।

ইরান জানিয়েছে, তারা প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শুক্রবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক অবকাঠামোয় চালানো হামলার প্রতিশোধ হিসেবে আরও আক্রমণের হুমকি দিয়েছে তেহরান।

এই সংঘাতের শুরুর আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের অভ্যন্তরে বিস্ফোরক ড্রোন ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অস্ত্র মোতায়েন করে। এরই মধ্যে ইরান গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজনকে আটক করেছে।

সোমবার ইরান সরকার জানায়, মোসাদকে ‘সংবেদনশীল ও গোপন তথ্য’ সরবরাহের দায়ে ২০২৩ সাল থেকে বন্দি চিকিৎসক ইসমাইল ফেকরিকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এদিকে, ইসরায়েল দাবি করেছে, ইরানের ৩৭০টির বেশি ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন হামলায় ২৪ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়েছে। জবাবে ইসরায়েলি জঙ্গিবিমান তেহরানে কুদস ফোর্সের ১০টি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *