ইমনের সেঞ্চুরিতে বাংলাদেশের শক্ত ভিত

টাইমস স্পোর্টস
2 Min Read
আরব আমিরাতের বিপক্ষে ঝড়ো গতিতে শতক তুলে নেন ইমন। ছবি: ক্রিক-ইনফো

উদ্বোধনী ম্যাচেই পারভেজ হোসেন ইমনের  শতকের উপর ভর করে নতুন কাপ্তান লিটনের নেতৃত্বে জয়ের লক্ষ্যে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ তে দ্রুততম সেঞ্চুরি তুলে দলকে ১৯১ রানের তীরে নিয়ে যান।
বাঁহাতি ওপেনার ইমন ইনিংসের শুরুতেই নিজের দৃঢ় ও পরিণত মানসিকতার ব্যাটিং-এর ছাপ রাখেন। শুরুতে বোলারদের সুইং সামলে পরে দারুণ সব শট খেলেন চারদিকজুড়ে। টি-২০ তে বাংলাদেশী ব্যাটার হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কাও হাঁকান তিনি এই ম্যাচে। তার ইনিংসটি যেমন ছিল ঠান্ডা মাথায় শট খেলার উদাহরণ, তেমনি ছিল গতিময় — ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো যাকে বলা যায়।
বাংলাদেশের মিডল অর্ডার যখন কিছুটা ধাক্কা খায়, তখন একাই দলের হাল ধরেন তিনি। নিখুঁত ছন্দে শতক স্পর্শ করেন, যা দেশের জার্সিতে তার প্রথম।
অন্যদিকে, আমিরাতের বোলাররা মাঝের দিকে ওভারে কিছুটা চাপ সৃষ্টি করলেও ইমনের ধৈর্য ও বিচক্ষণ ব্যাটিংয়ের সামনে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষদিকে তার ইনিংসই ভরসা হয়ে দাঁড়ায় দলের জন্য।
১৯১ রানের স্কোর টি-টোয়েন্টির বিচারে উল্লেখযোগ্য, বিশেষ করে শারজাহর উইকেটে যেখানে দ্বিতীয় ইনিংসে বল কিছুটা সাহায্য করে বোলারদের। ফলে, এখন দায়িত্ব বাংলাদেশের বোলারদের — এই চাপে ফেলে ম্যাচ নিজেদের করে নেওয়ার।
নতুন নেতৃত্বে বাংলাদেশের এই সূচনাটি যেমন ইতিবাচক, তেমনি পারভেজ হোসেন ইমনের শতকও দলকে আগামী দিনের জন্য আত্মবিশ্বাসে ভরিয়ে দিয়েছে। ব্যাট হাতে তাঁর এমন পারফরম্যান্স ভবিষ্যতের জন্য বড় বার্তা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *