ইডেন কলেজে হঠাৎ বিক্ষোভ

টাইমস রিপোর্ট
2 Min Read
মঙ্গলবার রাতে বিক্ষোভ মিছিল করেন ইডেন কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
Highlights
  • ছাত্রীরা দাবি করেছেন, কোনো আলোচনার বাইরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে—যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা এসব নীতিমালা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

রাজধানীর ইডেন মহিলা কলেজে ‘কঠোর ও অগণতান্ত্রিক’ নীতিমালা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার রাতে ছাত্রী বিক্ষোভ হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে বিক্ষোভকারীরা প্রশাসনের সদ্য ঘোষিত ২৭ দফা নির্দেশনার তীব্র বিরোধিতা জানান।

বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগ, হোস্টেলে থাকা শিক্ষার্থীদের জন্য তিনবেলা ডাইনিংয়ে বাধ্যতামূলকভাবে খাবার খাওয়াসহ বেশ কয়েকটি নিয়ম চাপিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। সেই সঙ্গে হোস্টেল কক্ষে ইলেকট্রনিক সামগ্রী রাখার ওপর নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে গেট বন্ধ করার নির্দেশনা ছাত্রীদের চলাফেরার স্বাধীনতাকে খর্ব করছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, রাইস কুকার, হিটার, কেটলি, ইস্ত্রী, ফ্রিজারসহ যেকোনো ইলেকট্রনিক পণ্য কক্ষে পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে এবং আদায় করা হবে সর্বোচ্চ ১ হাজার টাকা জরিমানা। এছাড়া রাত ৯টার পর বন্ধ থাকবে কলেজ গেট। আর রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে ছাত্রীদের হলে হাজিরা দিতে হবে।

ছাত্রীরা বলছেন, এসব নিয়ম বাস্তবতা বিবর্জিত ও শিক্ষার্থীবান্ধব নয়। ঢাকা শহরের মতো ব্যস্ত নগরীতে সন্ধ্যা ৯টার মধ্যে হলে ফেরার বাধ্যবাধকতা চাকরি বা টিউশনি করা শিক্ষার্থীদের জন্য অযৌক্তিক।

পাশাপাশি বেশি দামে ডাইনিংয়ে নিম্নমানের খাবার বাধ্যতামূলক করার নির্দেশনা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও অভিযোগ করেন তারা।

ছাত্রীরা দাবি করেছেন, কোনো আলোচনার বাইরে গিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে—যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। তারা এসব নীতিমালা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

শিক্ষার্থীদের প্রতিবাদের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *