ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ

টাইমস রিপোর্ট
1 Min Read
মঙ্গলবার (৮ জুলাই) যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন। ছবি: পিআইডি

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান হালুক গোরগুন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারা দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ করেন।

এর আগে মঙ্গলবার সকালে ২৪ ঘণ্টার সফরে ঢাকা আসেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার সচিব হালুক গরগুন। তার সফরে বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, এক‌দিনের সফরে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান ঢাকায় এসেছেন। ঢাকা সফরকালে তি‌নি প্রধান উপদেষ্টা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিকর্গের সঙ্গে আলোচনা করেন।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা (ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি-এসএসবি) প্রশিক্ষণ, গবেষণার মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিকাশ ও বিবর্তনের বিষয়ে ভূমিকা রাখে। পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে তুরস্কের সমরাস্ত্র কেনাকাটা এবং বিনিয়োগের দেখভাল করে।

সং‌শ্লিষ্টরা জা‌নিয়েছেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্ক নানা ধরনের প্রতিরক্ষা সহযোগিতা দিয়ে থাকে। সাত বছরে বারাক্তার টিবি-২ ড্রোনসহ অন্তত ১৫ ধরনের আধুনিক সমরাস্ত্র কিনেছে বাংলাদেশ।

তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের বুধবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *