বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জায়গা করে নিয়েছেন আইসিসি’র এপ্রিল মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তার প্রথমবারের মতো এমন কোনো মনোনয়ন।
সোমবার আইসিসির ঘোষণায় উঠে এসেছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে-বলে দারুণ অলরাউন্ড পারফরম্যান্সই এনে দিয়েছে এই স্বীকৃতি।
সিলেটে সিরিজের প্রথম টেস্টেই ১০ উইকেট তুলে নিয়ে নজর কাড়েন মিরাজ। পরে চট্টগ্রামে খেলেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস, সঙ্গে নেন আরও ৫ উইকেট—যে পারফরম্যান্সে সিরিজ জিতে না পারলেও সমতায় ফেরে বাংলাদেশ। আর মিরাজ হন সিরিজসেরা।
এখন তার সামনে সুযোগ বাংলাদেশের হয়ে প্রথমবার এই পুরস্কার জেতার—গতবার ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসান পেয়েছিলেন এই খেতাব।
মিরাজের পাশাপাশি মনোনয়ন পেয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্স। মুজারাবানি ছিলেন সিলেট টেস্টে জিম্বাবুয়ের জয়ের নায়ক—দুই ইনিংসে মিলিয়ে ৯ উইকেট নিয়ে জিতেছেন ম্যাচসেরা। আর সিয়ার্স ছিলেন পাকিস্তানের বিপক্ষে কিউইদের ৩-০ সিরিজ জয়ের নেপথ্য নায়ক, তার গতির বোলিং বারবার ভেঙে দিয়েছে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ।
মাসসেরা বাছাই হবে ভক্তদের ভোট আর আইসিসির নিরপেক্ষ প্যানেলের রায়ে।