২৩ দিনে দেশে রেমিট্যান্স এল ১৭৫ কোটি ডলার

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতীকী ছবি

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার। সেই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ৬০ লাখ ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগস্ট মাসের প্রথম ২৩ দিনে দেশে এসেছে ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

আরও জানায়, ১৭ থেকে ২৩ আগস্ট দেশে এসেছে ৪৮ কোটি ৪২ লাখ ৪০ হাজার ডলার। ১০ থেকে ১৬ আগস্ট এসেছে ৫৮ কোটি ৯২ লাখ ৫০ হাজার ডলার। গত ৩ থেকে ৯ আগস্ট দেশে এসেছে ৬১ কোটি ৪৬ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স। আর আগস্টের প্রথম দুদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬ কোটি ৫ লাখ ডলার।

এর আগে গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ৭৬ লাখ ডলার ৩০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২২ কোটি ৯২ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৬৮ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১৩ লাখ ডলার রেমিট্যান্স।

অপরদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *