১৯৭১ এর প্রশ্নে ইসহাকের দাবি নাকচ করলেন তৌহিদ

টাইমস রিপোর্ট
2 Min Read
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ১৯৭১ সালের ইস্যু সমাধান নিয়ে করা দাবি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নাকচ করেছেন।

ইসহাক দার দাবি করেন, ১৯৭১ এর গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনাসহ মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়ে ইতোমধ্যে দুইবার সমাধান হয়েছে।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রোববার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন তিনি।

বৈঠকে আলোচনা করা অমীমাংসিত বিষয় সম্পর্কে প্রশ্ন করা হলে, ইসহাক ব্যাখ্যা দেন যে, প্রথমবার এটি ১৯৭৪ সালে সমাধান করা হয়, এরপর আবার ২০০০ সালের প্রথমদিকে যখন জেনারেল পারভেজ মুশারফ বাংলাদেশ সফর করেছিলেন এবং তিনি এই বিষয়টি প্রকাশ্যে আলোচনার মাধ্যমে সমাধান করেন।

‘দুই দেশই এই বিষয়টি দুইবার সমাধান করেছে—একবার ১৯৭৪ সালে এবং আবার ২০০০ সালের শুরুতে, বলেন তিনি।

ইসহাক বলেন, ‘দুই দেশের এখন বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার দিকে মনোনিবেশ করা উচিত।’

তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘৫৪ বছরের সমস্যা নিশ্চয়ই একদিনের বৈঠকে সমাধান হবে না। আমরা পরস্পরের অবস্থান তুলে ধরেছি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছি। যারমধ্যে একটি বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তবে দুই পক্ষই একমত হয়েছে যে, অমীমাংসিত বিষয়গুলো আমাদের সমাধান করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের অবস্থান পরিষ্কার, আমরা চাই হিসেব-নিকাশের মাধ্যমে টাকা-পয়সার ইস্যুর সমাধান হোক। আমরা চাই, যে গণহত্যা হয়েছে সেটার জন্য তারা দুঃখপ্রকাশ করুক, মাফ চাক। আর আটকে পড়া মানুষদের তারা ফেরত নিক।’

এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের আগে, ইসহাক বাংলাদেশর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে একটি চুক্তি এবং চারটি সমঝোতা স্মারক সই হয়েছে।

এছাড়া বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, দুই দেশের মধ্যে দুই মাসের মধ্যে বিমান চলাচল শুরু হবে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *