হুদাকে হেনস্তা: এক ব্যক্তি গ্রেপ্তার, অভিযানে সেনাবাহিনী

টাইমস রিপোর্ট
1 Min Read
নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় জামিন পেয়েছেন তিন আসামি। ছবি: সংগৃহীত

‘মব ভায়োলেন্সে’ সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাকে মারধর ও হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর উত্তরার পাঁচ নম্বর সেকশনে গত রোববার সন্ধ্যায় ওই ‘অপরাধের অভিযোগে’ পরদিন মো. হানিফ নামে একব্যক্তিকে আটকে করে পুলিশে হস্তান্তর করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,   ঘটনা ঘটে পুলিশের উপস্থিতিতে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সাবেক সিইসিকে ডিবি পুলিশ হেফাজতে হস্তান্তর করে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ইতোমধ্যে অন্যান্য জড়িতদের শনাক্তকরণ ও গ্রেপ্তারের কার্যক্রম চলমান রয়েছে।’

‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় অভিযান অব্যাহত থাকবে,’ জানিয়েছে সেনাবাহিনী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *