হারিয়ে যাওয়া এক বাংলাদেশি শিশুকে উদ্ধার করে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে শিশুটিকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে ফেরত দেয়া হয়।
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তাকে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া শিশু দেবদাস (১১) নোয়াখালীর হাতিয়া পৌর এলাকার চরলটিয়া গ্রামের পঙ্কজ কান্তি দাস ও মামপি দাসের ছেলে।
বিবিজি ৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানিয়েছেন, বিজিবি ও বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর শিশুটিকে ফেরত নেয়া হয়। পরবর্তীতে দেবদাসকে শিশু পুনর্বাসন কেন্দ্র জাস্টিস এন্ড কেয়ার কর্র্তৃপক্ষ যশোরের কাছে হস্তান্তর করা হয়েছে।