হলের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

টাইমস রিপোর্ট
2 Min Read
সাঞ্জু বারাইক নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন; ছবি: ফেসবুক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নবনির্মিত রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে সাঞ্জু বারাইক (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার আগে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অভিমানী পোস্ট করেছিলেন।

সোমবার ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ঘটনার আনুমানিক পাঁচ ঘণ্টা আগে সাঞ্জু বারাইক তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করেছি। উল্টো অন্যকে দোষারোপ করা একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি অন্যায় করেছি, নিজের দোষ ঢেকে অন্যকে দোষ দেওয়া আমার উচিত হয়নি। আমার কারণে কারও কোনো ক্ষতি হলে সেই দায় একান্তই আমার। আমি ক্ষমাপ্রার্থী।’

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল জানান, ভোর সাড়ে ৫টার দিকে হলের এক ক্লিনার কাজ করার সময় ওপর থেকে কিছু পড়ার শব্দ শুনতে পান। পরে গিয়ে রক্তাক্ত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখেন। দারোয়ানের মাধ্যমে বিষয়টি জানানো হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রাধ্যক্ষ আরও বলেন, গত দু’দিন ধরে ওই শিক্ষার্থী হলে ছিলেন না। ভোর ৪টার দিকে হলে প্রবেশ করেন এবং ৪টা ১০ মিনিটে ছাদে উঠে যান। হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তিনি ভবন থেকে নিচে পড়ে গেছেন। তবে তিনি স্বেচ্ছায় লাফ দিয়েছেন, নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছেন- তা নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *