হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

টাইমস রিপোর্ট
1 Min Read

রাজধানীর কাফরুলে কিশোর মো. রুস্তম হত্যা মামলায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এনএম জিয়াউল আলমকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত এ আদেশ দেন।

সকালেই কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপপরিদর্শক মো. কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এরপর তাকে ফের কারাগারে পাঠানো হয়।

এর আগে, গত ৬ মার্চ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনের এক মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগের দিন ৫ মার্চ চট্টগ্রাম থেকে জিয়াউল আলমকে গ্রেপ্তার করে ঢাকায় আনা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে মিরপুর-১০ গোলচত্বরের শাহআলী প্লাজা মার্কেটের পশ্চিম পাশে বাটা শো-রুমের সামনে আন্দোলনে অংশ নেন কিশোর মো. রুস্তম। ওইদিন বিকালে আসামির ছোঁড়া গুলিতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের পরিবার কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *