হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৪ জনের নামে অভিযোগপত্র

টাইমস রিপোর্ট
2 Min Read
জুলাই হত্যাকাণ্ডের বেশিরভাগ মামলায় প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৪ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের  (পিবিআই) পরিদর্শক মো.আলমগীর হোসাইন এই অভিযোগপত্র দাখিল করেন।

গতবছর নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহতের ঘটনায় করা কোনো মামলায় এই প্রথম আদালতে অভিযোগপত্র দেওয়া হলো।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন আব্দুল লতিফ। এ ঘটনায় হত্যা তার বাবা মো.নেজাবুদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

অভিযোগপত্রে যাদের নাম রয়েছে তারা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো.মজিবুর রহমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আশরাফ, ইয়াসিন আরাফাত রাসেল, আবু বকর সিদ্দিক, সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল এবং ওমর ফারুক।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো.কাইউম খান বলেন, ‘২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকার ১০ তলা বিল্ডিংয়ের সামনে ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের লোকজন হামলা চালায়। ওই হামলায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল লতিফ নামে একজন মারা যায়। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী এবং শামীম ওসমানসহ ১২ জনকে আসামি করে মামলা করা হয়।’

‘মামলাটি তদন্তের জন্য পিবিআইয়ের কাছে স্থানান্তর করা হয়। তদন্ত শেষে মামলায় উল্লেখিত ১২ জনসহ আরও দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পিবিআই। বুধবার চার্জশিটটি ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থাপন করা হবে।’

অভিযোগপত্রে নাম থাকা আসামিদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং বাকি ১২জন পলাতক বলেও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *