আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসরের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টকে সামনে রেখে সোমবার ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত মুখদের সাথে দলে রাখা হয়েছে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা নুরুল হাসান সোহানকে। আছেন হাসান মাহমুদও। সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও এই স্কোয়াডে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত।চোট কাটিয়ে ক্রিকেটে ফেরা সৌম্য সরকারও যোগ দেবেন প্রাথমিক দলের ক্যাম্পে।
‘এ’ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে টপ এন্ড টি-টোয়েন্টির স্কোয়াডে থাকা মোট পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রাথমিক দলে। ডারউইনের সেই সফর শেষ করে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, নাঈম শেখ, মাহিদুল ইসলাম ও সাইফ হাসান।
‘এ’ দলের বাইরে থাকা যে ক্রিকেটাররা দেশে থাকছেন, তাদের নিয়ে আগামী ৬ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর স্কিল ট্রেনিং শুরু হবে ১৫ আগস্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ২০ আগস্ট থেকে ক্যাম্প বসবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ভারতের বাংলাদেশ সফর বাতিল হওয়াতেই এশিয়া কাপের প্রস্তুতির জন্য নেদারল্যান্ডসকে টি-টোয়েন্টি সিরিজের জন্য আমন্ত্রণ জানায় বিসিবি। সেই প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ২৫ আগস্ট বাংলাদেশে আসছে ডাচরা। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে। সিরিজের প্রথম ম্যাচ ৩০ আগস্ট, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর।
বাংলাদেশের প্রাথমিক দল:
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, পারভেজ ইমন, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান।