ভারত ও পাকিস্তানের চলমান সংঘাতের মধ্যে যাতে কোনো জঙ্গি বা সন্ত্রাসী বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত এলাকার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
রাজধানীর গুলশানে বুধবার এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহারুল আলম। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অন্য বিষয়ের পাশাপাশি তিনি সীমান্তে সতর্কতা বিষয়ে প্রশ্নের জবাব দেন। ভারত-পাকিস্তান যুদ্ধের পাশাপাশি মায়ানমারের সীমান্তে সংঘাত বিবেচনায় পুলিশ সতর্কাবস্থায় আছে বলে জানান আইজিপি।
বিশেষ নির্দেশনার বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, ‘দুই দেশের সংঘাতপূর্ণ পরিবেশের মধ্যে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, সে ব্যাপারে আইজিপি নির্দেশনা দিয়েছেন। তিনি ৩২ জেলার পুলিশ সুপারদের সতর্ক করে বলেছেন, কোনো জঙ্গি বা সন্ত্রাসীরা যেন দেশে ঢুকতে না পারে, সে ব্যাপারে ব্যবস্থা নিতে।’
ভারতের সঙ্গে বাংলাদেশের ৩২টি সীমান্ত জেলা রয়েছে। সীমান্ত প্রহরার দায়িত্বে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থাকলেও পুলিশ সার্বিক বিষয় বিবেচনায় সহযোগিতা করে থাকে। সীমান্তে সতর্ক থাকার জন্য আইজিপির বিশেষ নির্দেশনা পেয়েছেন বলে স্বীকার করেছেন বিভিন্ন জেলার পুলিশ কর্মকর্তারা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর জেরে সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। ভারতের সীমান্তবর্তী দেশ হিসেবে বাংলাদেশেও পড়েছে যুদ্ধের উত্তাপ।