সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

টাইমস রিপোর্ট
1 Min Read
সিরাসগঞ্জ জজ আদালত। ছবি: টাইমস
Highlights
  • সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড দেন।

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রী সুমাইয়া খাতুনকে হত্যার দায়ে স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইসমাইল সিরাজগঞ্জের কামারখন্দের পাইকোসা পূর্বপাড়ার আবু তালহার ছেলে।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদণ্ড দেন।

এই হত্যা মামলায় আরেক আসামি সাহিদা বেগমের অপরাধ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, সিরাজগঞ্জের কামারখন্দের পাইকোসা পূর্বপাড়ার ইসমাইল হোসেন ও একই গ্রামের আব্দুল হালিম সরকারের মেয়ে সুমাইয়া খাতুন সুরুভি প্রেম করে পালিয়ে বিয়ে করেন। কিন্তুর বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ইসমাইল তার স্ত্রীকে নির্যাতন করত। এক পর্যায়ে ২০২০ সালের ১৯ জুন শুক্রবার দুপুরে সুমাইয়াকে শ্বাসরোধে হত্যা করে  মরদেহ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায় ইসমাইল ও তার পরিবারের সদস্যরা।

এ ঘটনার পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদি হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা ও মা সাহিদা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্ত, স্বাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বৃহস্পতিবার বিচারক এই রায় দেয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *