সব উপজেলায় সাপে কামড়ের ভ্যাকসিন সরবরাহের নির্দেশ

টাইমস রিপোর্ট
1 Min Read
ফাইল ছবি

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে সাপে কামড়ের ভ্যাকসিন বা অ্যান্টিভেনম সরবরাহের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

হাইকোর্টের এই নির্দেশ বাস্তবায়ন করে আগামী দুই মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে।

জনস্বার্থে আনা এক রিটের শুনানি শেষে সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে রিটকারী এ কে এম নুরুন নবী উজ্জ্বল নিজেই শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইসমাঈল। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও তানিম খান।

গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন যুক্ত করে রোববার হাইকোর্টে রিটটি করেছিলেন আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল।

আদেশের পর আইনজীবী এ কে এম নুরুন নবী উজ্জ্বল সাংবাদিকদের বলেন, ‘দেশের বিভিন্ন উপজেলায় সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর প্রায়ই গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এতে দেখা যায়, উপজেলা হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে সাপের কামড়ের ভ্যাকসিন (অ্যান্টিভেনম) না থাকায় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটছে। বিষয়টি জনস্বার্থ বিবেচনায় আমরা উচ্চ আদালতে রিট করি।’

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *