শেকৃবি শিক্ষার্থীদের ‘ব্লকেডে’ আগারগাঁওয়ে যানজট

টাইমস রিপোর্ট
1 Min Read
শেকৃবি শিক্ষার্থীদের ব্লকেডে যানজট

কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের উদ্দেশ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা আগারগাঁও রাস্তায় ব্লকেড কর্মসূচি পালন করেছেন। এতে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ কর্মসূচি ‘কৃষিবিদ ঐক্য পরিষদের’ ব্যানারে শুরু হয়, বুধবার রাতে এ বিষয়ে নেওয়া সিদ্ধান্ত সংগঠনের ফেসবুক গ্রুপে জানানো হয়। এর আগে, বুধবার রাজধানীর শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শেকৃবির শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীদের তিনটি দাবির মধ্যে রয়েছে—প্রথমত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদগুলো শুধু কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, দ্বিতীয়ত, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির সুযোগ না রাখা এবং তৃতীয়ত, কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার জন্য সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এদিকে, এ দিন দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে তারা শাহবাগে অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *