শিগগিরই চিরুনি অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস রিপোর্ট
4 Min Read
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: বাসস

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। একের পর এক অপ্রীতিকর ঘটনায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে।  স্বরাস্ট্র মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান চালালেও সফালতা আসেনি। কমছে না ‘মব সন্ত্রাস ’ । খুন, ছিনতাই, চাঁদাবাজি চলছেই। এ অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে দ্রুতই বিশেষ বা চিরুনি অভিযান শুরু হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা রোববার  দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন,  ‘খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে ‘

পরিস্থিতি বিবেচনায় সরকার খুব দ্রুতই চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করবে। এ ক্ষেত্রে সাধারণ জনগণসহ সবার সহযোগিতা চেয়ে তিনি বলেছেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে, যোগ করেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এই ঘটনাসহ দেশব্যাপী সাম্প্রতিককালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে- এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, ‘এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর ও ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাচ্ছে ও অপরাধীদেরকে গ্রেপ্তার করছে।’

উপদেষ্টা  বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর)-তে উল্লিখিত ১৯ জনের মধ্যে ইতোমধ্যে সাতজনকে র‍্যাব, সেনাবাহিনীসহ পুলিশ গ্রেপ্তার করেছে। ঢাকার বাইরে গোয়েন্দা দল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বুধবার সন্ধ্যায় ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পুলিশ মঈন ও সেনাবাহিনী তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকালে আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়। তা ছাড়া শুক্রবার রাতেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে এ ঘটনায় ডিবি আরও দুইজনকে গ্রেপ্তার করে। সবমিলিয়ে এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে ছয়জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে সনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, তদন্তে আরও আসামি পাওয়া গেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে ডিবির টিম সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনায় প্রশাসনিক বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো শিথিলতা ছিল কি না তা সরকার গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে খুলনার হত্যাকাণ্ডেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার বিশ্বাস করে অপরাধী অপরাধীই, তা সে যে দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনো অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দিবে না।

সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিযান পরিচালনা; মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; চুরি, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজি, সংঘবদ্ধ দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ড রোধে ব্যবস্থা গ্রহণ; দেশে অস্থিরতা সৃষ্টিকারী উসকানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ; নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আইনগত ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা; মাদকের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ; শীর্ষ সন্ত্রাসীদের জামিন পরবর্তী সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গিবাদ প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনসমূহের অপতৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ; গার্মেন্টস/শিল্পকারখানার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করা; গার্মেন্টস কারখানা, ওষুধ শিল্পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা প্রতিরোধ; অস্ত্র জমা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান ; আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ; জুলাই হত্যাকাণ্ডের শহীদদের মামলার রেকর্ড, তদন্ত ও অগ্রগতি; সীমান্ত ও পার্বত্যাঞ্চল পরিস্থিতি; রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি বিষয়ে আলোচনা হয়।

সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *