জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ বাবা জসিম উদ্দিনের পাশেই দাফন করা হয়েছে তার কলেজ পড়ুয়া মেয়েকে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার (২৮ এপ্রিল) রাতে বাড়ির পাশে মাঠে মেয়েটির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যান্যের মধ্যে অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে দলবদ্ধ ধর্ষণের গ্লানি নিয়ে মেয়েটি শনিবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর শেখেরটেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় বিভিন্ন মহলে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।
পারিবারিক সূত্র জানায়, গত ১৮ মার্চ পটুয়াখালীতে নানা বাড়ি যাওয়ার পথে মেয়েটি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে নিজে বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় পরে আসামি সাকিব ও সিফাতকে গ্রেপ্তার করে দুমকি থানা পুলিশ। তিন দিনের রিমান্ড শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
শহীদ জসিমের চাচাতো ভাই কালাম হাওলাদার ও মেয়েটির দাদা সোবাহান হাওলাদার টেলিফোনে জানান, ১০ দশ বছরের মেয়ে রিমা ও সাত মাসের ছেলে জোবায়েরকে নিয়ে মেয়েটির মা পটুয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছেন।
রোববার রাতে মেয়েটির দাফন শেষে তার মা ও বোন রিমা শোকে অজ্ঞান হয়ে পড়েন। পরে অবস্থার অবনতি ঘটলে রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান স্বজনরা।