লুটের অস্ত্র উদ্ধারে পুরস্কারের টাকা ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার

টাইমস রিপোর্ট
2 Min Read
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
Highlights
  • ‘গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছেন। এটি নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

জুলাই গণঅভ্যুত্থানের পরে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার করে দিলে পুরস্কারের কথা আগেই জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার লুট হওয়া কোন অস্ত্র উদ্ধারে কত টাকা মিলবে সে ঘোষণা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘লুট হওয়া পিস্তল ও শটগান উদ্ধার করলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ, এসএমজি দেড় লাখ, এলএমজি ৫ লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে ৫০০ টাকা করে পুরস্কার দেয়া হবে। তবে, তথ্যদাতাদের পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।’

এর আগে, গত ১০ আগস্ট পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধানদাতার জন্য পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।  সে সময় সাংবাদিকদের তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে পাঁচ হাজার ৭৫০টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এ সময় গোলাবারুদ লুট হয় ছয় লাখ ৫১ হাজার ৬০৯টি।

সোমবার প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইনশৃঙ্খলা বাহিনীতে ‘নিয়োগ বাণিজ্য’ বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।  ‘কোথাও অনিয়ম দেখলে জানাবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার পর অনেক আত্মীয় স্বজন গজিয়েছে। এরকম কেউ পরিচয় দিলে রিপোর্ট করতে হবে,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘গাজীপুরে পুলিশ কমিশনার যাওয়া-আসার সময় রাস্তা বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়েছে এবং আইজিপি সিদ্ধান্ত নিয়েছেন। এটি নিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

পুলিশের একজন ভারতে আটক হয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘তাকে ইন্টারপোলের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা হবে। বিজিবি-বিএসএফের মধ্যেও আসামি বিনিময়ের একটা চুক্তি আছে এর মাধ্যমেও আনার চেষ্টা করা হবে।’

নির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সুষ্ঠুতা নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের ওপর। সকলে নির্বাচনমূখী হলে সব সমস্যা কমে যাবে। সবার সাহায্য সহযোগীতায় সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *