লন্ডনে ঈদের নামাজ আদায় করলেন তারেক রহমান

টাইমস রিপোর্ট
2 Min Read
লন্ডনে ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
Highlights
  • ‘ঐক্য ও নিঃস্বার্থতার এই চেতনা আমাদেরকে আরও ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক একটি সমাজ গঠনে অনুপ্রাণিত করুক।’

 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কিংসটন এলাকার কিংসমেডো স্টেডিয়ামে নেতাকর্মীদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্থানীয় সময় শুক্রবার সকাল থেকে লন্ডনের আবহাওয়া ছিল বৃষ্টিস্নাত। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই লন্ডনের ঐতিহ্যবাহী খেলার মাঠ কিংসমেডো স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শত শত প্রবাসী বাংলাদেশি।

তারেক রহমানের পাশে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন প্রমুখ। এ সময় বিএনপির বেশকিছু নেতাকর্মীও নামাজে অংশ নেন।

একই জামাতে অংশ নেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় করা দোয়া-মোনাজাতে অংশ নেন তারেক রহমান। এরপর নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা, কুশল বিনিময় ও কোলাকুলি করেন তিনি।

তারেক রহমান নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে নামাজ আদায়ের একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ যোগ করেন। ভিডিওর ক্যাপশনে এতে তিনি বলেন, ‘বিশ্বব্যাপী ঈদ উদযাপনকারীদের সবাইকে ঈদ মোবারক। ঈদ-উল-আজহার এই সময়ে, যা ত্যাগ, আত্মপর্যালোচনা ও কৃতজ্ঞতার প্রতীক, আসুন আমরা শান্তি, সুখ ও সহমর্মিতার প্রতি আমাদের অঙ্গীকার নতুন করে দৃঢ় করি।’

‘ঐক্য ও নিঃস্বার্থতার এই চেতনা আমাদেরকে আরও ন্যায়সঙ্গত ও জবাবদিহিমূলক একটি সমাজ গঠনে অনুপ্রাণিত করুক। সহনশীলতা ও একতাই হোক আমাদের হৃদয়ের পথপ্রদর্শক, মানবজাতির মধ্যে ছড়িয়ে পড়ুক এই মূল্যবোধ—বিশেষ করে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক প্রচেষ্টায় এটি হোক তাদের সাহস ও সান্ত্বনার উৎস,’ যোগ করেন তারেক রহমান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *