রোজার আগেই জাতীয় সংসদের নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি। এ ব্যাপারে লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস দ্রুত পদক্ষেপ নিবেন বলে মনে করছেন দলটির নেতৃবৃন্দ।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ বিষয়ে বলেন, ‘রোজার আগে দেশে ভোট হবে, আর বিলম্ব নয়। নির্বাচন নিয়ে দেশের মানুষ হতাশার মধ্যে ছিল। লন্ডনে বৈঠকের পর সব ধোঁয়াশা কেটে গেছে। আর যাতে কোনও ষড়যন্ত্র না হয়।’
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পিং (ইডিসি) আয়োজিত ‘শিক্ষা ভাবনা ও বাস্তবায়ন বিষয়ক’ আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘জাতীয় নির্বাচন আয়োজনে লন্ডনে যে কথা দেওয়া হয়েছে, আশা করি সরকার সেই অনুসারে প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রতিজ্ঞা ঠিক থাকবে। স্বৈরাচার এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যদি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন, সেখানে আপনারা যথেষ্ট সময় পেয়েছেন। এরপরেও নির্বাচনের ঘোষণা না আসায়, মানুষ হতাশ হয়ে পড়ে। সম্প্রতি লন্ডন বৈঠকের পর মানুষের মনে ফের আশা জেগেছে। আশা করি রমজানের আগেই নির্বাচন হবে।’
সাবেক সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা এবং তার বাবা যেভাবে ধ্বংস করেছে তা বলার ভাষা নেই। দেশে গণতন্ত্রের কথা যারা মুখে বলতো, তারা শিক্ষার কথা বলতো না।’
সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ.ন.ম. এহসানুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, সংগঠনটির সাধারণ সম্পাদক মার্জিয়া আক্তার প্রমুখ।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে আশানুরূপ বরাদ্দ না থাকায় হতাশা প্রকাশ করেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী এহছানুল হক মিলন। তিনি দেশের কল্যাণে একটি শিক্ষা কমিশন গঠনের আহ্বান জানান।