রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন রিয়াদ

টাইমস রিপোর্ট
1 Min Read
পুলিশ কনস্টেবল রিয়াদ হোসেন। ছবি: ডিএমপি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য রিয়াদ হোসেন ‘রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম’ পেয়েছেন। আন্দোলন দমনে বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশল প্রয়োগ করায় তাকে এ পদক দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্য রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো। প্রজ্ঞাপনের তারিখ থেকে এ আদেশ কার্যকর হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠিপেটা না করে বরং লাঠিপেটার অভিনয় করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করছেন একজন পুলিশ সদস্য। ভিডিওটি ভাইরাল হলে রিয়াদ নামের পুলিশ সদস্যের কাজের ধরণ ব্যাপক প্রশংসা পায়।

ডিএমপির কনস্টেবল রিয়াদ হোসেনের লাঠিচার্জের কৌশল সহকর্মীদের মাঝেও সমর্থন পায়। পুলিশ কর্মকর্তারা তার বুদ্ধিদীপ্ত কাজের প্রশংসা করেন। এরই ধারাবাহিকতায় তিনি রাষ্ট্রপতি পুলিশ পদক-পিপিএম পেয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *