খাগড়াছড়ির রামগড় সীমান্ত দিয়ে এক পরিবারের পাঁচ সদস্যকে বাংলাদেশে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রামগড়ের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বৃহস্পতিবার ভোরে ফেনীরকুল চর এলাকার সীমান্ত দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
‘পুশ ইন’ হওয়া ব্যক্তিরা হলেন- মো. উম্মেদ আলী (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৫) এবং তাদের তিন মেয়ে রুমি খাতুন (১৫), রুম্পা খাতুন (১২) ও সুমাইয়া খাতুন (৮)।
স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ওই পরিবারটি রামগড়ের সোনাইপুল বাজার এলাকায় পৌঁছালে তাদের দেখে স্থানীয়রা বর্ডার গার্ড মহামুনি বিজিবি ক্যাম্পে খবর দেন।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেন। খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ৭ মে থেকে দু্ই সপ্তাহে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাট দিয়ে কমপক্ষে পাঁচশজনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, যথাযথ প্রক্রিয়ায় ‘পুশ ইন’ না করায় বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদলিপি পাঠিয়ে জোরালো প্রতিবাদ জানিয়েছে বিজিবি।