রাতের ঢাকায় সড়কে ঝরল ৫ প্রাণ

টাইমস রিপোর্ট
2 Min Read
প্রতীকী ছবি

রাজধানীতে গভীর রাতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে এক পরিবারের ৩ সদস্য রয়েছেন বলে জানা গেছে। হাসপাতাল থেকে রোগী দেখে বাসায় ফেরার সময় তিনজনকে চাপা দেয় পাথরবোঝাই একটি ট্রাক।

শনিবার দিবাগত গভীর রাতে উত্তরার আজমপুর মোড়ে ট্রাকচাপায় মারা যান তিনজন, তারা হাসপাতালে এক আত্মীয়কে দেখে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। অন্যদিকে শনিবার মধ্যরাতে বিজয় সরণিতে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে  দুজন নিহত হয়েছেন।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ‘রাত দু্ইটার দিকে আজমপুর মোড়ে তিনজন পথচারী রাস্তা পার হতে দাঁড়িয়ে ছিলেন। একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত অপরজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এর চালক রাকিবুল ইসলামকে (৪২) আটক করা হয়েছে।’

ময়মনসিংহ থেকে পাথরবোঝাই ট্রাকটি ঢাকায় আসছিল। পথে উত্তরায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ তিনজনের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠালে সেখানে স্বজনরা তাদের শনাক্ত করেন।

নিহতদের মধ্যে রয়েছেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমিত (২৩)। অন্য দুজন তার চাচা নাইমুল হক (৩২) এবং জাবেদ আলম খান (৫৫)।

বাসার কাছেই একটি হাসপাতালে তারা রোগী দেখতে গিয়েছিলেন বলে জানান স্বজনরা। বাসায় ফেরার পথে একটি ট্রাক তাদের চাপা দেয়।

অন্যদিকে গভীর রাতে বিজয় সরণি লিংকরোডে একটি মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানান কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, রাতে ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে যায়। সেখানে হাফপ্যান্ট ও গেঞ্জি পরিহিত আহত দুজনকে উদ্ধার করা হয়, তারা মোটরসাইকেল আরোহী বলে জানা যায়। তাদের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় জব্দ করা হয়েছে। নিহতদের বিস্তারিত নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *