রাজধানীতে ‘পাহাড়ের প্রতিধ্বনি’ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

টাইমস রিপোর্ট
1 Min Read
রাজধানীর কাজীপাড়া মেট্রোস্টেশন-সংলগ্ন সিএইচটি কালিনারিতে আর্ট ক্যাম্প অনুষ্ঠিত। ছবি: টাইমস

পার্বত্য চট্টগ্রামের নবীন চিত্রশিল্পীদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী আর্ট ক্যাম্প ‘পাহাড়ের প্রতিধ্বনি’। বুধবার সকালে মিরপুর কাজীপাড়ার মেট্রোস্টেশন-সংলগ্ন সিএইচটি কালিনারিতে শুরু হওয়া এ আয়োজন চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ক্যাম্পের উদ্বোধন করেন পার্বত্য বৌদ্ধ সংঘের আহ্বায়ক ও নিরাপত্তা বিশ্লেষক তুষার কান্তি চাকমা। এ আয়োজনে পাহাড় থেকে আসা ১২ জন নবীন চিত্রশিল্পী অংশ নেন।

শিল্পীরা জানান, এই আয়োজনের মাধ্যমে তারা পাহাড়ের প্রতিধ্বনি সমতলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। যান্ত্রিক শহরে তারা ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন জুম-পাহাড়ের সৌন্দর্য, সবুজ প্রকৃতি, পাহাড়ি জীবন, আদিবাসীদের জীবন ও বৈচিত্র্য। প্রতিজন দুটি করে চিত্রকর্ম অঙ্কন করেন, ফলে মোট ২৪টি চিত্রকর্ম সৃষ্টি হয়। এই আয়োজন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।

ক্যাম্পে সংহতি জানাতে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আদিবাসী বিষয়ক অধিকারকর্মী দীপায়ন খীসা ও বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।

জাকির হোসেন বলেন, ‘সরকারি পর্যায়ে পাহাড়ি তরুণ চিত্রশিল্পীদের আর্থিক প্রণোদনা দেওয়া দরকার। তাদের শিল্পকর্ম দেশের চিত্রশিল্পের জন্য অফুরন্ত সম্ভাবনা সৃষ্টি করবে।’

পাহাড়ের তরুণ চিত্র শিল্পীদের এই আর্ট ক্যাম্প চালু রাখতে হবে বলে জানান দীপায়ন খীসা। পাহাড়ি স্বাদের খাবার রেস্তোরাঁ ‘সিএইচটি কালিনারিকে’ এমন উদ্যোগে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান তিনি।

খান আসাদুজ্জামান মাসুম বলেন, ‘পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিকে রং-তুলির মাধ্যমে তুলে ধরা ভালো উদ্যোগ। আমরা শিল্পীদের সাফল্য কামনা করি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *