ইউরোপীয় নেতাদের সঙ্গে কথা বলার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি চান, তবে এটি আদৌ প্রয়োজনীয় কি না সে প্রশ্নও তোলেন।
তিনি বলেন, ‘আমি জেলেনস্কি ও পুতিনের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকের চেষ্টা করতে চাই এবং আমার অনুভূতি হলো তারা কিছু একটা সমাধান করে ফেলবেন।’
বিবিসি জানায়, অবশেষে এটি এমন একটি সিদ্ধান্ত, যা কেবল জেলেনস্কি এবং ইউক্রেনের জনগণ পুতিনের সঙ্গে সমঝোতার মাধ্যমে নিতে পারবেন, যোগ করেন ট্রাম্প।
ট্রাম্প জানান, যদি একটি ভালো বৈঠক করা যায়, তবে তিনি (ট্রাম্প) পুতিনের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করবেন এবং প্রয়োজনে নিজেও সেখানে উপস্থিত থাকতে চান।
তিনি বলেন, ‘আমরা সবাই অবশ্যই অবিলম্বে যুদ্ধবিরতি চাইব, যখন আমরা দীর্ঘস্থায়ী শান্তির জন্য কাজ করব। আর হয়তো এমন কিছু ঘটতেও পারে। কিন্তু এই মুহূর্তে তা ঘটছে না।’
তিনি আরও বলেন, অন্য যেসব যুদ্ধ তিনি দাবি করেছিলেন থামাতে, সেগুলোতে প্রথমে যুদ্ধবিরতি হয়নি। তাই এটি জরুরি কি না, তিনি নিশ্চিত নন। তবে তিনি মনে করেন, শেষ পর্যন্ত একটি শান্তিচুক্তি করা ‘খুবই সম্ভব’।
এটি ছিল ‘গঠনমূলক’ বৈঠক: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার (জেলেনস্কি) মধ্যে একটি ‘গঠনমূলক,’ বৈঠক হয়েছে, যা ছিল ’খুব ভালো আলাপ’। ইউক্রেনীয় নেতা বারবার ট্রাম্পকে তার সঙ্গে সাক্ষাতের জন্য ধন্যবাদ জানান।
তিনি বলেন, একটি ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজনের চেষ্টা করছেন এবং ট্রাম্প সেখানে এলে ইউক্রেন খুশি হবে।
তিনি আরও বলেন, তিনি ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের মানচিত্রে ‘অনেক বিস্তারিত তথ্য’ দেখিয়েছেন।
তিন বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিনের মাথায় সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করলেন ট্রাম্প।
জেলেনস্কি ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার বেলা সোয়া ১টায় হোয়াইট হাউসে পৌঁছালে তাকে স্বাগত জানান ট্রাম্প। পরে ওভাল অফিসে দুই প্রেসিডেন্ট পাশাপাশি বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।