ঢাকার যাত্রাবাড়ীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হওয়া ওই দুর্ঘটনায় প্রাণ হারান অটোরিকশার চালক শহিদুল (৫০) ও যাত্রী ইমরান (৪৮)। আহত ব্যক্তির নাম রফিক (৫০)।
ফায়ার সার্ভিসের ফুলবাড়িয়া সদর দপ্তরের লিডার পবিত্র কুমার জানান, যাত্রাবাড়ী থানা সংলগ্ন ফ্লাইওভারের উপরে চিটাগাং রোডে একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী বাস। খবর পেয়ে তখনই ঘটনাস্থলে গিয়ে আহত তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ফ্লাইওভারের উপরে সিএনজিচালিত অটোরিকশাটির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেখানে থামিয়ে সেটি মেরামত করার চেষ্টা করছিলেন চালক। তখনই পেছন থেকে একটি বাস এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।