যশোরে নির্মাণাধীন একটি আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে দু’ প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শহরের সার্কিট হাউস পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুরের আজিজুর রহমান (৩৫), মিজানুর রহমান মিজান (৪০) এবং চাঁপাইনবাবগঞ্জের নুরু (৪৫)। এদের মধ্যে আজিজুর ও মিজান প্রকৌশলী এবং নুরু সাব কন্ট্রাক্টর ছিলেন।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শাকিরুল ইসলাম জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও ভবনে কাজ করা ইলেকট্রিক মিস্ত্রি মুজিবুর রহমান জানান, সকাল ১১টার দিকে ভবনের ষষ্ঠ তলার সানসেট (রেলিং/বারান্দা অংশ) ভেঙে পড়ে তিনজন নিচে পড়ে যান।
নির্মাণকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’-এর ম্যানেজার বাবলু রহমান বলেন, ভবনটির নির্মাণকাজ ২০১০ সালে শুরু হয়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নির্মাণে কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করা হবে।
মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।