মোহাম্মদপুর থানার ৪ পুলিশ প্রত্যাহার

টাইমস রিপোর্ট
1 Min Read
মোহাম্মদপুরে গ্রেপ্তার তিন অভিযুক্ত ছিনতাইকারী; ছবি: ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একটি ছিনতাই ঘটনার ভিকটিমকে অসহযোগিতা করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বছিলা রোডে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের এ ঘটনায় পুলিশের সহযোগিতা না পেয়ে ওই সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভুক্তভোগী দৈনিক বণিক বার্তায় সহ-সম্পাদক হিসেবে কর্মরত।

এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে, উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও। পরে ভিকটিমকে অসহযোগিতার কারণে চার পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

শুক্রবার বিকেলে তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় মোবাইলটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তিনজন ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।’

প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন- এসআই জসিম উদ্দিন, এএসআই আনারুল এবং দুজন পুলিশ সদস্য মাজেদুর রহমান ও মো. নুরুন্নবী।

ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার তিনজন হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, ‘গ্রেপ্তার তিন জনের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *