মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ক্যাম্পটির উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ স্থানীয় নেতারা।
উদ্বোধনী বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তাই অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পে আমদাহ ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ভবিষ্যতে প্রতি মাসেই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে।’
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন। সাধারণ চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, চর্মরোগ ও শিশুস্বাস্থ্য বিষয়ক পরামর্শও দেওয়া হয়। নারী ও শিশুদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, তারা দীর্ঘদিন ধরে বিনামূল্যে চিকিৎসা সেবার অভাবে ভুগছিলেন। এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন। টাকার অভাবে অনেক সময় ওষুধ কিনতে পারি না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা আর ওষুধ পেয়ে সবাই খুশি। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক মানুষ চিকিৎসা সেবা নেন।
নেতাদের মতে, বিএনপি শুধু রাজনৈতিক কর্মকাণ্ড নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেও জনগণের পাশে থাকতে চায়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই মেডিকেল ক্যাম্পকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেকে মনে করছেন, নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামের অসহায় মানুষের স্বাস্থ্যসেবার মান অনেকাংশে উন্নত হবে।