মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা মামাতো-ফুফাতো ভাই ছিলেন বলে জানা গেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার ভবেরচরের দড়িবাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহমুদুল হাসান (৩১) ও মেহেদী হাসান (৩০)। মাহমুদুল চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং মেহেদী একই উপজেলার কাশিমপুর গ্রামের বাসিন্দা।
নিহত মাহমুদুল হাসান একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন এবং একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী মতলবের মাজহারুল ইসলাম সোহান জানান, মাহমুদুল ও মেহেদী মোটরসাইকেলযোগে মতলব দক্ষিণ থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন। ভবেরচর দড়িবাউশিয়া এলাকায় পৌঁছালে তিশা পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে, ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজনকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগিতায় বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন।
ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।